আমি আছি, আমি থাকবো,
তোমার দুচোখের পলকে পলকে।।
আমি আছি,আমি থাকবো
তোমার ফুটন্ত বাগানের ফুল হয়ে।।
আমি আছি,আমি থাকবো,
তোমার দেয়ালে আঁকানো ছবি হয়ে।।
আমি আছি,আমি থাকবো
তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার হৃদয়ের প্রতিটা ধ্বনিতে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার চোখের স্বপ্ন হয়ে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার না বলা কথার ভীরে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার বিরহের তপ্ত আগুনে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার একলা পথের সঙ্গী হয়ে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার মন খারাপের ক্ষণে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার প্রতিটা দীর্ঘশ্বাসে।।
আমি আছি, আমি থাকবো,
তোমার অন্ধকার রাতের জোনাকি হয়ে।।
আমি আছি,আমি থাকবো,
শেষ যামিনীর প্রহরে একটি শুকতারা হয়ে।।