মিথ্যে করে হলেও একটু হাসি,
যদি ঐ হাসিতে চলে পরিবারের মনে খুশি!!
একটু সুখের জন্য-ই,
আসা সকল প্রবাসী,
জীবন দিয়ে জ্বালায় ঘরের বাতি,
এই হলো জিন্দা লাশ প্রবাসী!!
হাজার সালাম রইলো,
পরবাসী জীবন নামের সকল প্রবাসীদের প্রতি!!
(উৎসর্গ -সকল প্রবাসী ভাই বোনদের প্রতি!!