বহু দিন পরে তোমায় দেখছি আজ প্রিয়তমা,
তুমিও কি দেখছো আমায় মনের গভীর থেকে,
প্রশ্ন করবো না,
অধিকার থেকেই বলছি,
এখনো কি আমাকে নিয়ে ভাবো।।
সন্ধ্যার সময় কারেন্ট চলে গেলে কি,
ছাদের উপর গিয়ে খুলা আকাশের নিচে বসো।
না রাত জাগা পাখি হয়ে আমাকে খুঁজো,
আপন মনে গুন গুন করে গান করো।।
তোমার ভিতরে ডুবে যাওয়া এই আমি,
এখন আর তোমার কোন অস্তিত্ব জুড়ে নেই,
আমি এখনো তোমাকে ভালোবাসি,
শুধু তুমি আর আমাকে আগের মত
ভালোবাসো না মনে করো না।।
কি অপূর্ব প্রেম সম্পর্ক ছিলো আমাদের,
নানান তাল বাহানা,ছোট ছোট অভিমান,
রাগ আর দুজনার দেহ একই মনের আশা।
কোন ধরনের শব্দ ছাড়া কথা হতো,
কেউ কিছু না বল্লেও বুঝে নিতাম আমরা।
আমাদের মাঝে আরো কি কোনো সম্পর্ক ছিলো
তুমি কি তা খুঁজে পাও,
আমাদের চোখের নেশাটা ছিল ভিষন,
এখনো কি সেই নেশার গন্ধ পাও।।