কোন এক নিশি রাতে
ছুঁয়ে ছিলাম
তোমার অঙ্গপ্রত্যঙ্গ,
যেনো রক্তের তীব্র স্রোতে
বয়ে ছিল দুই দেহ এক মনে।।
শ্বাস প্রশ্বাসের আলিঙ্গনে
চাঁদের মূখ গেলো চলে মেঘের আড়ালে,
তারা গুলো লজ্জা পেয়ে
আলোকচিত্র এঁকে ছিল চার নয়নে।।
ছুঁয়ে ছিলাম তোমার উচ্চ শ্বাস
যার মাঝে ছিলো আমার সর্বনাশ,
দু'হাত থেকে চার হাত
ঘামের আস্ফালন
আমাকে শক্ত করে জরিয়ে ছিলে
তোমার হৃদয় অঙ্গনে।।
চার চোখেতে জল
উঁকি দিয়েছিল কিছু স্বপ্ন,
বেঁধেছিলো দশ আঙ্গুলে
ভালোবাসার মিলন মেলা।।
নিঃশব্দে কেঁপে কেঁপে
উঠেছিল মহাসাগরের উত্তাল ঢেউ
ঝড়ো ঝড়ো বাতাস
আজ বাঁধ ভেঙ্গেই যাবে।।
ভেঙ্গে যাবে
দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দেয়াল,
প্রেমের আলিঙ্গনে
মিলিত হবে পৃথিবীর সকল সুখ অনুভূতি।।
আর একবার ঝড় উঠবে
মিলিত হবে আকাশ,পাতাল,
দু'জনে-ই বলবে এই তো সেই সুখ
সবটুকুই তোমার,আমার।।