আপনার পরিকল্পিত নাটকটা খুব সুন্দর ছিল।
আপনি কী জানেন ?
আপনাকে তো জাতীয় চলচ্চিত্র
পুরস্কার দেয়ার দরকার ছিল আমার মতে।
যা অভিনয় করে ছিলেন
কেউ বুঝতেই পারবেন না যে
এটা একটা পরিকল্পিত নাটক আপনার।
আজকে যদি অভিনেতা হুমায়ুন ফরিদি স্যার বেঁচে থাকতো।
সেই বলতো আপনার অভিনয় করা
নাটকটা পুরস্কারের প্রাপ্ত ছিল।
সুবর্না মোস্তফা ম্যাডাম তো তাকে ছেড়ে চলে গিয়েছিল
আর আপনি তো সঙ্গে থেকে অভিনয় করেছেন।
স্যার হুমায়ুন ফরিদিকে ছেড়ে যাওয়ার পরও
হুমায়ুন ফরিদি স্যার সুবর্ণা মোস্তফাকে তবুও ভালোবেসেছিল।
আর আপনাকে দেখলে তো বলতো
এই মেয়েকে বিশ্বাস করাই ঠিক হয়নি।
ভেতরে এক রূপ
বাহিরে অন্য রূপ
বিশ্বাস নিয়ে খেলতে জানে প্রচুর।
আপনার সাথে যারা ছিল সহকর্মী হিসেবে
তারাও কিন্তু অভিনেত্রী মডেল হিসেবে খারাপ ছিলনা।
দারুন মিলাতে পাড়ে
কথা চাল চলন
সব ক্ষেত্রে পারফেক্ট।
আপনাদের অভিনয়ে আমি মুগ্ধ
অসাধারণ একটা গল্প তৈরি করেছিলেন
আপনাদের জন্য শুভকামনা রইলো
যত তারাতাড়ি পাড়েন কোন টিভি চ্যানেলে
অভিনয়ের যাত্রা শুরু করে দিন।।