জীবনের শেষ ঘাটে এসে গেছি
ক্ষমা করে দিও তুমি
ভুল যত করেছি আমি।।
আমি নিস্পাপ নই,
আমি পাপ করেছি,
নিস্পাপ তুমিও নও,
নিজের বুকে হাত রেখে
বলতে পারো
এই তুমি পাপী নও।।

#নীল
______বাঁধ ভাঙ্গা আওয়াজ।।