"অভিমানী নীলাম্বরী"...
_______শাহীন নীল"...
কেমন আছো অভিমানী "নীলাম্বরী"..
জানি ভালো'ই' আছো..
আমিও ভালো'ই'আছি......!!
মনে কি পড়ে তোমার অভিমানী'
সেই রাত গুলির কথা"
দুজনে রাত জেগে কথা বলা".!!
জানি এখন তুমি আমাকে আর মনে করোনা"
তোমার মনে কি পড়ে আমাদের প্রথম দেখার কথা"...!!
আমাদের প্রথম দিনের কথা'...
প্রথম বার দুজনার হাতে হাত রেখে পথ চলা".....!!
জানি তুমি সব ভুলে গেছো"..
আমি কিন্তু আজো ভুলতে পারিনি"..!!
জানো সবাই আমাকে জিজ্ঞেস করে'
বলে নীলাম্বরী কি তোকে ছেরে চলে গেছে আমি বলি যায়নি এখনো আমার অন্তরে আছে".!!
আমাকে কি একটি বারও তোমার মনে পড়েনা"
কি ভাবে তুমি এত বড় পাষাণী হলে"....!!
যখন তোমার দেয়া উপহার গুলো দেখি চোখে আর অশ্রু ধরে রাখতে পারিনা'"
শুধু ভাবি সেই কি তুমি যে আমাকে একমিনিট না দেখলে পাগল হয়ে যেতে''
আজ সেই তুমি কতটা দিন ধরে"
আমাকে দেখনা"......!!
মনে আছে একটু কিছু হলেই আমাদের দুজনার ঝগড়া শুরু হয়ে যেতো দুজনেই রেগে মাতলামি করতাম'....!!
আচ্ছা অভিমানী তোমার কি মনে পরে সেই রাতের কথা'...
কতই না সুখে ছিলাম আমরা".....!!
সত্যি বলতে কি আমি না অন্ধ হয়ে গেয়েছিলাম তোমার ভালোবাসার প্রতি"...
তাই আমি ধরতে পারিনি তোমার
মিথ্যে গড়া ভালোবাসার অভিনয়টা'.......!!
যেনে রাখো আমি আজো তোমায় অনেক ভালোবাসি অভিমানী"......!!
তাইতো সৃষ্টি করতার কাছে প্রার্থনা করি' তুমি ভালো থাকো'
সুখে থেকো যেখানেই থাকো"
তোমার সুখেই আমার সুখ"...!!