তোমার অপেক্ষায়
চলে গেছো দূর দূরান্তে
আমাকে একা রেখে অজানা ঠিকানাতে"
ভেবেছো কি তুমি কখনো মনে করে"
আমি থাকবো কেমন করে"...!!
কই তুমি কোন শহরে কোন ঠিকানায়"
কত প্রহর পেরিয়ে গেলো
দেখতে পাইনি আজো তোমায়"...!!
হাসিতে খুশিয়ে দুঃখে কষ্টে
ছিলো দুটি মন এক সাথে"
আজ হারিয়ে গেলো কোথায়"
কোন অজানায় কোন সে মহল্লায়"..!!
কেনো আসে দিন তোমাকে"
কাছে না পাওয়ার"
কেনো আসে দিন তোমাকে না ছোঁয়ার"
ওরে পাগলি একা ফেলে কেনোও পালালি"
ফিরে আয় চলে আয় যেকোন উপায়"
আমি এখনো আছি সে পুরনো জায়গায়"
শুধু তোমারি অপেক্ষায়"....!!