অপেক্ষা কী তুমি জানো?
প্রত্যাশা অর্থের ভাষা বুঝো?
অপেক্ষার নাম করে
কেনো আরেকজনের বুকে লুটিয়ে পড়ো?
তাহলে কী তোমার চোখে
অন্য কারো বুকে মাথা রাখার নাম (অপেক্ষা)?
অন্য কারো হাতের মাঝে হাত জড়িয়ে ল্যাম্পপোস্টের বাতি নিভিয়ে অপেক্ষার প্রহরে সঙ্গমে চলাফেরা?
অপেক্ষা হচ্ছে একটা কূলহীন নদীর মতো
অপেক্ষার কোন কূল নেই
অপেক্ষার ভেতরে ভালোবাসা বন্দী
অপেক্ষার ভেতর স্বপ্ন বোনা
নিজে নিজে কথা বলা,ফিরে সে আসবে একদিন!
ভালোবাসার কাছে এইটা (অপেক্ষা)
শাহীন নীল
বাঁধ ভাঙা আওয়াজ।