তোমার আগমন মানেই,
আমার, হৃদয়ে তোলপাড় করা ঝড়।
তোমার আগমন মানেই,
আমার, অশান্ত শহর।
তোমার মুখ দেখা মানেই
চাঁদের হাসি রাত্রি বেলা ।
তোমার হাসি দেখা মানেই
মরুভূমিতে পানির খেলা।।
আমি চোখ বুজলেই
তোমার নিশ্বাসের ছোঁয়া পাই,
তোমার বুকের বা পাশে,
হৃদপিণ্ডের ধ্বনি শুনতে পাই।
আমি তোমার মাঝে ই
আমাকে বাঁচাতে চাই,
আমি তোমাতেই
আমার আমিকে খুঁজে পাই।
তোমার ভাবনায় সারাবেলা
প্রেমের তৃষ্ণা মিটাবো,
শুধু তোমার ভাবনায়
দু'নয়নে স্বপ্নের ঘোরে মিশে রবো।
তোমাকে কাছে পাওয়ার আকুতি দেখেই
কেউ বলবে আমি প্রেমিক তোমার,
তোমার মাঝেই করবো চাষ, আমাকে,
সে তুমি শুধুই রইবে আমার।