একটি রাত জাগার গল্প,
সেদিন দুজনার মনে ছিল আনন্দ,
রাতভর করেছি কত গল্প,
হাতে হাত রেখে তাকে পেয়েছি
এক আকাশ ভরা স্বপ্ন দেখেছি,
নতুন রূপে,নতুন রঙে পৃথিবী সাজিয়েছি।।
একটি রাত জাগার গল্প,
হাত পাতলে দেখি আমি শূন্য,
নির্ঘুম রাত একা একা
এখন শুধু অন্ধকারে ঘুমের নেশা।।
একদিন এ দু'চোখে ছিল স্বপ্ন,
এখন শুধু স্বপ্ন ভাঙার ক্ষত।।