স্বপ্নে স্বপ্নে ছুঁয়ে দেখা
একজোড়া মায়াবী চোখ,
নিমিষে-ই মিটে যায়, তৃষ্ণা আমার,
দেখলে অপূর্ব একজোড়া চোখ।।
আমি দৃষ্টি দিয়ে ছুঁয়ে দেখি
স্পর্শ করি তাকে,
তাকে কাছে পাওয়ার স্বপ্নটা
দু'চোখে আমার ভাসে।।