গুণ গুণ করে গাওয়া গান,
আজ আর এই পথে বাজে না,
নগ্ন পায়ে নূপুর পড়ে
এখন আর কেউ আসেনা।
সেতো চলে গেছে বহুদুরে
এখন পাশে এসে কেউ বসে না।
তবে তার স্মৃতিগুলো
ফাগুনের ফুলের মত
আমার শরীরে ঝরে পড়ে
সকাল সন্ধ্যা রাতে।।