এ ভাবে-ই দিন চলে যাবে,
একদিন আমি চলে যাবো অচেনা শহরে,
স্মৃতি গুলো তোমাকে ভীর করে রাখবে,
সকাল, সন্ধ্যা, ভোর রাতে।।
মনে আসবো আমি বারবার,
থাকবো ছায়া হয়ে তোমার পাশে।।
হ্যাঁ তোমার মনের দেয়ালে,
আমি থাকবো স্মৃতি হয়ে,
স্মরণীয়ভাবে তোমার অচেনা জীবনে।।
উৎসর্গ__প্রিয় মানুষ।।