প্রতিদিন হবে দেখা
চাঁদের কপালে একটু স্পর্শ,
নজর থাকবে ঐ দু'চোখে।
মনের সাথে মনের মিলন
আঙুল রেখে আঙুলের ফাঁকেফাঁকে,
গাইবো গান জ্যোৎস্নাময় রাতে।।