প্রকাশ্যে খুন হবো
কেউ চোখ মেলে দেখবেনা
রাস্তায় পড়ে থাকবে দেহ
কেউ ধরে বলবে না।
সোশাল মেডিয়ায় ভাইরাল হবে
তবুও কানে আওয়াজ কারো যাবে না।
বিচার হলেও খুনীর (মৃত্যুদণ্ড)
কার্যকর হবে না।
উচ্চ আদালতে আপিল হবে
শাস্তি আসামীর হবে না!!
প্রেমের খুন বলো
হিংসার খুন বলো
কেউ রেহাই পাবেনা।
বিচার হবে বিধির আদালতে
মুক্তি তখন পাবেনা।
বিচার হবে বিধির নোটিশে
মিথ্যা বলেও পাড় তুমি পাবেনা।
বিচার শাস্তি সবই হবে
অপেক্ষা করে দ্যাখো না।।