অনেক দিন পর আবার দেখা হলো,
সেই পরিচিত সুন্দর ফুল বাগানে,
বাবু- তুমি কি এখনো এখানে আসো,
হ্যাঁ আসি,
প্রতিদিন এই ফুল গাছগুলো কে দেখতে আসি,
কিছু স্মৃতি এই গাছগুলোতে লেগে আছে,
তার গন্ধ নিতে আসি।।
আজ তুমি এখানে কেন,
বাবু- আমিও মাঝে মাঝে এখানে আসি,
কিছু ভালোলাগার পরশ,এখানে রয়ে গেছে
তাদের সাথে কথা বলি মিছে মিছে।।
বাবু দেখো ঐ গাছটা কত বড় হয়ে গেছে,
হ্যা বড় তো হবে-ই,
তারতো আর কোন কষ্ট নেই,
প্রতিদিন ঐ মালী পানি ঢালে,
আর একটু একটু করে বেড়ে ওঠছে।।
বাবু- ঐ গাছটায় যে পাখিটা বসে গান গেয়ে শুনাতো,
এখনো কি সেই পাখিটা আসে,
আমার ভীষণ ভালো লাগতো,
যখন তোমার কাঁধে আমার মাথা রেখে,
সুরালো মধুর সুর কান পেতে শুনতাম।।
তোমার হাতে জ্বলন্ত সিগারেট
ইচ্ছামত আমি রাগ করতাম,
অভিমান করে দূরে থাকতাম
তুমি তখন সুন্দর একটি জবা ফুল আমার মাথার খোঁপায় গুঁজে দিতে।।
চেয়ে চেয়ে একজোড়া চোখ দেখছে,
বাবু- কি দেখছো,
কই কিছু তো দেখছি না,
না দেখছো,বলো না প্লিজ বাবু,
হ্যাঁ দেখছি,
সেই চোখজোড়া কে,
অপূর্ব চাহনি সেই মায়াবী কে।।