ঈশ্বর দেখেছিল
দেখেছিল তোমার প্রেম লীলা
কতটা গভীরে গিয়ে
ফিরে এসেছো কত অজুহাতে।
ঈশ্বর জানে কতটা আশা দিয়ে
তুমি প্রেম নামক শব্দকে নষ্ট করেছো,
ঈশ্বর দেখে
ঈশ্বর বুঝেছে তুমি কত বড় স্বার্থপর।
ঈশ্বর সব জানে
ঈশ্বর তোমার মত নিষ্ঠুর নয়
ঈশ্বর হাসাতে জানে,ঈশ্বর কাঁদাতে জানে
ঈশ্বর ভালোবাসতেও জানে
শুধু জানো না তুমি
ঈশ্বরের মত ভালোবাসতে
তুমি শুধু পাড়ো
অভিনয় আর প্রতারণা করতে।।