অজানা
______শাহীন নীল

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা,,
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....!!
তোমাকে এত কাছে পেয়েও,,
হারানো ব্যথানাশক যন্তনা আমি বুঝি...!!

আমার কিছু ইচ্ছে ছিলো
কিছু স্বপ্ন ছিলো জানো কি তুমি,
তোমার জানার কথা না এগুলো,
আছে শুধু কষ্ট অজানা আমার...!!

আমাদের প্রেমের খেলাঘর ভেঙে গেছে,
বাতাসের ঝড়ে,,
সেই ঘর জোরা দেয়ার জন্য,
আমি আজও নতুন নতুন স্বপ্ন বুনে যাই...!!

তোমার তো সবই অজানা ছিলো,
আমার ভালোবাসা টাও কি অজানা ছিলো,
আবার কাঁদতে ইচ্ছে করে আমার,
জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে,
নষ্ট হয়ে যাওয়া ব্যথাহত দূর করতে চাই......!!

সেদিনের সেই রাতটা আজও মনে পরে,
মনে চায় অতীতের পর্দাটাকে আবার সামনে আনি,
আর একবার দেখি পিছনের সেই,
পুরনো কষ্ট গুলো কি ভাবে বেঁচে আছে,
আর চিৎকার করে কেঁদে কেঁদে বলি,
বেঁচে তো এভাবেই থাকতে হবে আমাকে....!!