অনুভূতি আর কল্পনা জুড়ে
অদৃশ্য এক নারী,নাম তার রূপবতী
নিত্য নতুন স্বপ্নে আঁকি
তাকে নিয়ে কবিতা লেখি!
অনুভূতির সম্পূর্ণ নতুন রূপে
ফুটন্ত গোলাপ দুই পাঁপড়ি
তার দু'নয়নে দেখি!
সুন্দরী তুমি খুব সুন্দরী
অদৃশ্য অনুভূতির এক নারী!
মা মাটিকে যেমন ভালোবাসি
তোমাকেও রাখবো পুষে
হৃদয়ের জমিন খুঁড়ে
অদৃশ্য- তুমি আমার অনুভূতি!
যদি বৈশাখীতে হয় ঝড়
আষাঢ়ে-তে পানি
এই জনম ঐ জনম,দুই জনম
তুমি শুধু আমারি
কবিতার প্রাণ অদৃশ্য এক নারী!
তোমায় আমি বাসি ভালো
যদি তুমি বুঝতে পারো,
প্রকাশ করা নাহি'বা হল
অপ্রকাশিতই ভালো,
ভয়-যে করে মনেপ্রাণে
যদি হারিয়ে যাও আমায় ছেড়ে!
তোমায় রেখেছি বন্দী করে
কবিতার পৃষ্ঠা জুড়ে
যখন ইচ্ছা দেখতে পারি
যত খুশি ধরতে পারি
তুমি হলে অদৃশ্য এক নারী!!