অচেনা নীলাম্বরী"
----বাধ ভাঙা আওয়াজ"...
আমি তোমাকে আগলে ধরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু হঠাত এক ঝড়ে তুমি হারিয়ে গেলে".....!!
আমি তোমাকে কখনো হারাতে চাইনি"
তবুও তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে".....!!
এই জগতে যে আমি খুব একা হয়ে গেলাম মায়াবী"
আমি চেয়েছিলাম তুমি আমার পাশে থাকবে সারাজীবন".....!!
এই নির্ঘুম রাত আর আকাশের তারা গুলো জানে আমি কি করে বেঁচে আছি তোমাকে ছাড়া".....!!
তোমার সেই কাজল দুটি চোখ"
কি করে ভুলে যাবো বলো".
তোমার চলার পথে আজো বসে থাকি কখন যে তুমি ফিরে আসবে".....!!
তুমি অনেক বদলে গেছো"
তুমি এখন অচেনা হয়ে গেছো"
তুমি দূরে চলে গেছো"
হয়তো তুমি খুব সুখে আছো"....!!
আমি না হয় কষ্টকে বুকে নিয়ে"
একাই পথ চলতে পারবো"
তবুও তুমি থেকো ভালো".......!!