প্রিয়া লাল শাড়ি পরায় ব্যস্ত,
কপালে স্বর্ণের একটি টিকলি,
নাকে নাক ফুল,
চোখ দুটি টানাটানা কাজল দেয়া,
হাতে লাল কাঁচের চুড়ি,পায়ে আলতা পড়া,
প্রিয়া একটু পরেই চলে যাবে,
নামী দামী গাড়িতে বসে,
চলে যাবে দূর থেকে দূরে,
অন্য কারো নন্দিনী হয়ে।
মনে হয়তো রাখবেনা,
তার ফেলা যাওয়া অতীতকে,
ভুলে যাবে সেই প্রিয় মানুষকে,
যাকে একদিন স্বপ্ন দেখিয়ে ছিলো,
দেখিয়ে ছিলো কতশত হাজার স্বপ্ন।
জীবনের প্রয়োজনে মানুষ টি বেঁচে থাকবে,
তার হারানোর স্মৃতি গুলো বুকে নিয়ে,
ধুকে ধুকে তিলে তিলে,
পৃথিবীর বুক থেকে হয়তো একদিন মুছে যাবে।
ভুলে যাবে সেই প্রিয়া,
যে একদিন স্বপ্ন ছিলো
তার ভালোবাসা মানুষের চোখে।
হয়তো এই ভাবে,
একটি ভালোবাসার সমাপ্তি হবে।
নষ্ট হবে একটি জীবন,
নষ্ট হবে একটি ভুবন,
নষ্ট হবে হাজারো স্বপ্ন ভালোবাসা।।