তুমি বলো প্রেম ভালোবাসা
আমি তো দেখি উত্তাল ঢেউ
তোমার রূপ যৌবনে মাতাল করা নেশা।
কী করে হাত বাড়াও
আমি তোমার আসক্ত নই।
একটা ছেড়ে আরেকটা পাতা
ছায়ার মাঝে আলিঙ্গনে মেশা,
আবার বলো ভালোবাসা
তোমার মনে আছে ভরা।
আমি তো দেখি উত্তাল ঢেউ
সঙ্গমে তোমার মন নাড়া।
দুই দিনের ভালোবাসায়
রাখো কাছাকাছি
তিন দিনের মজাতে
নাম রেখেছো ভালো বাসা বাসি।
তোমার ভালোবাসা
কোন রূপকথার নয় গল্প
তোমার ভালোবাসা মাতাল করা
একজনকে রেখে আরেক জনকে ধরা।।