বহুদিন ধরে ভাবছি
তোমার নিঃশ্বাসে হয়তো আমার মৃত্যু হবে,
এত বড় বড় নিঃশ্বাস
আমাকে বাঁচতে দেয়না গো,
মেরে ফেলতে চায়।।
তোমার নিঃশ্বাসের আওয়াজে
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।।
তোমার নিঃশ্বাস ,ঠোঁট কাপনিতেই
আমার মৃত্যু হতে পারে।।
প্রতিনিয়ত তোমার নিঃশ্বাস
আমার হৃদয়ে কেমন ঝড় তুলে,
কেমন জেনো অজানা অচেনা
পৃথিবীতে চলে যায়,
সেখানে শুধু তোমার নিঃশ্বাসের
আওয়াজ শুনতে পাই।।
ভীষণ কষ্ট হয় গো,
তোমার নিঃশ্বাস আমাকে চাপিয়ে রাখে
এক মিশ্রিত পদার্থে,
তুমি নামক শব্দে আমার হৃদয় চলে।।
আমি দীর্ঘশ্বাস ফেলে সেই নিঃশ্বাস শুনতে পাই
হোক বা আমার মরণ,
তবুও আমি ঐ নিঃশ্বাসে
অল্প একটু বেঁচে থাকতে চাই।।
তুমি আমার মৃত্যু নিশানা
কখনো একা ফেলে যেওনা,
করোনা ছলাকলা
এ জীবন নিয়ে,
আমার মৃত্যু হোক তোমার নিঃশ্বাসে ।।