তোমার স্থান এই হৃদয় জুড়ে
ভালোবাসি বলেই বারবার
ফিরে আসি তোমার পথে,
নীলাঞ্জনা জানো আজও আকাশ কাঁদে
ভোর রাতে তোমায় মনে করে।।
বারবার ফিরে আসা
তোমায় ছুঁয়ে যাওয়া
তোমার ঠোঁট স্পর্শ করা
তুমি কী অনুভব করতে পারো,
নীলাঞ্জনা আকাশপানে চেয়ে দ্যাখো
হঠাৎ বৃষ্টি গড়িয়ে পড়বে
তোমার চোখে মুখে।।
ভালোবাসি বলেই এই ফিরে আসা
ছায়ায় ভর করে তোমার আঙ্গিনায়
তুমি কী দেখতে পাও আমায়?
নিঃশ্বাসের শব্দ কী শুনতে পাও নীলাঞ্জনা?
কান পেতে দ্যাখো ঐ দেয়ালে
শুনতে পাবে কিছু দীর্ঘশ্বাস,
না পাওয়ার অজস্র বেদনা
কান্নার আওয়াজ।
মনে কী পড়ে নীলাঞ্জনা
সেইদিনের কথা,
প্রথম দেখা
জড়িয়ে দিলাম তোমার ঐ
কালো কেশে বেলি ফুলের মালা,
তুমি হেসে হেসে বলেছিলে
কী গো,তুমি জানো কী করে
আমার পছন্দ এই ফুলের মালা।
বলেছিলাম আমি ভালোবাসি বলেই
তোমার সব কিছুই আমার জানা,
তাইতো ফিরে আসা বারবার
কোনো না কোনো রূপে নীলাঞ্জনা।।