তুমি সুখে থেকো নীলাম্বরী"..
----শাহীন নীল""...!!
তুমি পাশে থাকবে বলেই
ভালোবেসেছিলাম আমি""
যখন তোমার কেউ ছিলোনা"
তখন তোমার জীবনে শুধুই ছিলাম আমি"
তোমার শূন্য মনে আমার ছোঁয়া পাবে বলে'ই'"""
তোমাকে আমি ভালোবেসে ছিলাম"..!!
চেয়েছিলাম দুজনে বাঁচবো এই পৃথিবীতে'
সেই স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে"....!!
হঠাত কোন সুখের নীড়ে হারালে তুমি"
কোন বাগানে ফুটাতে ফুল"....!!
কেনো আমাকে স্বপ্ন দেখালে মিছে মিছে'
আজকে যে আমার নেই কোন কুল"...!!
আমি যে কত খুঁজিছি তোমাকে"
আকাশ প্রাণে রাত দুপুরবেলাতে"
তবুও আজো পেলাম না"
তোমার দেখা তুমি কোথায় হারালে"...!!
তুমি সুখী থেকো যেখানেই থাকো"
আমি আসবো না কখনো"
তোমার সুখের ঘরে ঘুমা ভাঙাতে"
আসবো না তোমার পথের কাটা হয়ে"
পরে থাকবো দুচোখে অশ্রু নিয়ে"
এই আমার ছোট ঘরে".....!!
তবুও বলবো তুমি সুখী হও'
তোমার সুখেই না হয় আমি বেঁচে থাকবো".....নীলাম্বরী".....!!