অনেক এলোমেলো কথা বলার ছিলো
তোকে...
বুঝতেই পারিনি ভেষে আসা কালো মেঘ
ঝড়ের বেগে আসবে..!!
লুকানো তো কিছুই ছিল না
তবুও কেন ভুল বুঝলি...?
একদিন ভুল ভাংগবে রে তোর
হয়তো ফিরে আসবি আবার...!!
তোর চোখের জল আমাকেও ভিজিয়েছিল
কেঁদেছি দুজনেই সেই রাতে...
আজ পাখী একেলা আমি
তোর কি, মনে পরেনা আমাকে...?
এলোমেলো মাতাল আমি
নেশা কাটেনি তোর, ভালবাসার...
তোরই কারনেই শূন্যতা বুকে
চারিদিকে শুধুই হাহাকার...!!
"নীল পাখীরে " বুঝলি না তুই
আমার মনের কথা...
চারিদিকে আন্ধার দেখি
শুধুই বিষণ্ণতা...!!
আয়রে পাখী, আয়রে বুকে
ভুল করে দে ক্ষমা..
আপন বুকের কষ্ট গুলো
রাখিস না আর জমা...!!