শুধু প্রার্থনা'ই' করি নীলাম্বরী'...
তুমি যেনো খুব ভালো থাকো'....
আর অনেক বেশী সুখী হও....!!
কখনো আমাকে ভেবে যেনও'...
তোমার দুটি চোখে জল না আসে'...
পারলে আমাকে ভুলে যেও'....!!
আমি তোমাকে ছায়ার মত'ই'
দূর থেকে ভালোবেসে যাবো'......!!
মাঝে মাঝে তোমার হাত টা ধরে'..
হাটতে ইচ্ছে করে অজানা কোন পথে'..!!
মাঝে মাঝে মনটা চায়'...
তোমাকে মন ভরে দেখতে'.....!!
এ ভালোবাসা শেষ হবার নয় নীলাম্বরী'.
আমি সব সময় তোমাকেই আমার'..
গল্প কবিতায় ধারণ করে'ই' রাখি'...!!
নীল নীলাম্বরী'...
তুমি আগলে ধরে রেখো আমার'..
নিষ্পাপ ভালোবাসা কে'....!!
আমার দুচোখ বন্ধ হওয়ার আগে'..
একবার দেখতে চাই মন ভরে তোমাকে.!!