আমি জানি
আমার এই নেশার ঘোর কাটবে না,
আমি এ ও জানি এই মরণ নেশা,
তিলে তিলে শেষ হয়ে যাবো,
হয়তো এরই নাম ভালোবাসা।।
কি অদ্ভুত আমরা
জানছি বুঝছি তবুও জেনো ইচ্ছে করেই
জরিয়ে যাই বারে বার,,
আমাদের জেনো আরও চাই
আরও আরও নেশায় মগ্ন হই সকলে।।
সকলেই জেনো সব কিছু থেকেও
একটা শূন্যতায় ভোগে প্রতিনিয়ত,
সব কিছুই আছে তবুও কি জেনো নাই,
অতি সহাস্যমুখ মানুষটিও একাকীত্ব লুকায়।।
কি আছে এর মাঝে
নেশা নেশা মাতাল করা নেশা,
কি পাবো কি হারাবো কোন ভয় নাই,
ভব ঘুরে দেশান্তরি সে ও একই নেশাগ্রস্থ
সব কিছুই শেষ করে এ নেশায় ,
তবুও এ নেশায় মগ্ন হই বারে বার।।