শুকতারার জন্য
এখন আর অপেক্ষা করিনা
তুমি চলে গেছো
জানি আর ফিরবেনা,
তাই বলে কি ভোরের সূর্য
এই দু'চোখ দেখবে না!
ভেবনা তোমার অপেক্ষায়
নিশাচরের মত দেবদাস হয়ে যাবো,
রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকবো
তুমি না ফিরলে কি হবে
তুমি চলে গেছো তাতে কি
আমি তো এখনো বেঁচে আছি তুমি বিহীন!
অনেক ভালোবেসেছি তোমায়
এখনো হয়তো অনেক বাসি
তাতে তোমার কি,
তোমার তো জানার নেই প্রয়োজন
তুমি সুখে থাকো
ভালো থেকো!
আমি আছি
তবে সুখে আছি কিনা জানিনা,
তবে আছি
এখনো বেঁচে আছি!
আমার কথা ভেবো না
আমাকে ভাবলে
হয়তো তোমার দু'চোখে
মিথ্যে মিথ্যে বৃষ্টি হতে পারে!
আমার দিন যাচ্ছে খুব সুন্দর করেই কাটচ্ছে
সময়ের স্রোতে থেমে নেই কিছুই,
আমার ও দিন যাচ্ছে তোমায় ছাড়া
ভালো আছি কিনা জানিনা
তবে হ্যাঁ বেঁচে আছি
খুব সুন্দর ভাবে'ই বেঁচে আছি!!