ভেবেছিলাম মৃত্যু হয়তো দূরে
কিন্তু না মৃত্যু সবচেয়ে কাছের একজন,
যা কখনো বলে আসে না!!
হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম কোন একদিন
মৃত্যু অনেক দেরি করে আসবে
না মৃত্যু যে আমার সাথে-ই চলে!!
দিন যায়,রাত যায়,
তবুও আমি মৃত্যুকে দূরে রাখতে পারছিনা,
কেমন যেনো খুব আপন যেমন চলে শরীরের রক্ত
ঠিক তেমন-ই, সেও চলে
আর আমাকে বুঝিয়ে দিয়ে যায়
আমি আছি, আমি থাকবো
শুধু তুই রেডি থাকিস!!
আমিও বলেছি
তৈরি আমি চলে এসো যে-কোন সময়ে
শুধু মা বাবাকে একটু ইঙ্গিত দিয়ে এসো
কেউ যেনো না কাঁদে!!