এখনো কেউ তোমাকে ভালোবাসে,
হয়তো তোমার জানা নেই,
কিন্তু সে এখনো তোমার জন্য রাত জেগে থাকে একা একা কথা বলে।।
তোমার ছবি দেখে চিৎকার করে কাদে,
এগুলো তো এখন তোমার জানার কথা না।।
এখনো আয়নাতে চোখ রেখে
তোমার ছবি দেখতে পাই,
পুরনো ডায়রিতে তোমায় খুঁজে পাই।।
এখনো জোছনা মাখা রাতে আকশের বুকে হাজার তারার মাঝে খুঁজে বেড়ায়।।
এখনো আমাবস্যায় তোমাকে ছুতে চায়।।
তোমার কি এখন আর কিছু মনে পড়ে না,
আমাকেও মনে পড়েনা।।
একবারও মনে পড়েনা।।
এক মিনিটের জন্যও মনে পড়েনা।।
নির্ঘুম রাতেও কি স্মৃতি গুলো,
মনে পড়ে না।।
তোমার এখন আর কিছুই মনে নাই,,
কিন্তু আমার সব মনে আছে,
আমার মন সত্যি তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিল এগুলো কিছুই ভুলি নাই।।
তুমি শুধু একটি কথা জেনে রেখো,
এখনো একজন তোমাকে অনেক অনেক ভালোবাসে।।
তার শরিরের রক্তে তোমারই নাম লেখা
আছে...!!??