মনে কী পড়ে?
নদীর পাড়ে জানালা খোলা ছোট্ট বাড়ি
ডিঙ্গি নৌকা তে ছিলাম আমি
তুমি ছিলে ঘরের জানালা খুলে।
উঁকি দিয়ে দিয়ে দেখতে আমায়
শব্দ পেলেই ঐ জানালার পাশে দাঁড়াতে?
মনে কী পড়ে?
খোলা আকাশের নিচে ছাদের কার্নিশে ধরে
দেখতে আমায় এক নজর
রাস্তায় যখন হেটে চলতাম আমি
তোমার বাড়ির পাশ দিয়ে?
মনে কী পড়ে?
সেই রাত যে রাতে আমার কোলে
মাথা রেখে গল্প করে কেঁদেছিলে?
বলেছিলে হাতে হাত রেখে কখনো হারাবেনা
আসে আসুক না বাধার সৃষ্টি।
মনে কী পড়ে?
ঝিড়িঝিড়ি বৃষ্টিতে তোমায় পড়িয়ে ছিলাম
আমার প্রিয় আংটি।
রুপা দিয়েই ছিল বানানো
এক দিকে বৃষ্টি,অন্য দিকে তুমি-আমি
ঠিক মাঝ ছাদে দাঁড়িয়ে।
মনে কী পড়ে?
একটা পলক তোমায় দেখবো বলে
বাবার পকেট থেকে টাকা চুরি করে
গাড়ি ভাড়া যোগাতাম।
পাগলের মত ছুটে আসতে
সেই প্রিয় গান শুনে,
( কোথায় আছো,আমাকে কী ভুলে গেছ)
গানটা তোমার কানে পৌঁছাইলে ছুটে আসতে
সেই খোলা জানালার পাশে।
মনে কী পড়ে?
সেই সন্ধ্যা রাতে
ঢাকার শহর ঘুরেছিলাম
রাস্তার পাশ ধরে।
মনে কী পড়ে?
সেই নীল শাড়ি তোমাকে উপহার দেয়া
ওটাই ছিল
আমার শেষ সম্বল পকেট মানি।
কতটা পাগল ছিলাম বলতে পাড়ো?
একটা মিনিট দেখবো
অশ্রু ঝড়াবো বৃষ্টির মত,হাহাকার করবে হৃদয়,
আজ চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে
এই পাগলি
এই পাগল তোকে আজও ভালোবাসে।।
এ ভালোবাসা শেষ হবার নয়
এ ভালোবাসা প্রতিটি পথে মাখা
এ ভালোবাসা এক নদীর মোহনা
এ ভালোবাসা সন্ধ্যার তাঁরা।।