ভুলে যাওয়াও কষ্ট
মনে রাখা ভীষণ কষ্ট
অপেক্ষায় শ্বাসরুদ্ধ
প্রতীক্ষায় আশার আলো!
ভালোবাসা কেনো এমন বলতে পারো?
কেনো যায় না ভুলা
কেনো হয় না মিলনমেলা
বিধাতার দলিলে কেনো এমন লেখা!
ভিতরে ভয় হারানো ক্ষয়
মন যে আজ ঝরা শুকনো পাতা
গ্রীলে ধরা মরিচীকা
অপেক্ষায় বহুবছর কেটে যায় বাঁধন!
কোথায় হারাবো
কোথায় হারালে এর উত্তর পাবো?
দু'হাত জোর বিধাতার দরবারে
দলিল কী যায় না বদলানো?
এই কষ্টের শেষ কোথায়?
মনে যে আজ দেহের বিরুদ্ধে
আওয়াজে রুপ কথার গল্প তুলে
কেনো যায় না ভুলা
ভালোবাসা স্বপ্ন আর অবহেলার ব্যথা!