মেঘ
______শাহীন নীল
তুমি দূরে থাকলে কলিজাতে লাগে টান,
মনে হয় এই বুঝি গেলো আমার প্রাণ।।
রেখেছি তোমাকে আমার হৃদপিন্ডে,
তুমি দূরে থাকলে পৃথিবী আমার কাপে।।
তোমার প্রেমে ভেষে যাবো
ঐ দূর সাগরে,
লেখবো নতুন গল্প কবিতা তোমারি নামে।।
আকাশের মেঘ হয়ে
পড়বো তোমার শরীরে,
প্রতিনিয়ত বৃষ্টি হয়ে,
ভিজাবো তোমার অঙ্গপতঙ্গ,
মেঘের নোনাজলে।।
আবার কখনো কখনো
সূর্যের তাপমাত্রা হয়ে,
শুকিয়ে দিবো
তোমার ভিজে যাওয়া শরীর টাকে।।
তোমাকে নিয়েই হারিয়ে যাবো,
অন্য এক ভালোবাসার দুনিয়াতে।।