কোন একদিন সন্ধ্যা গড়িয়ে রাত,
রাত গড়িয়ে ভোর থেকে সকাল!
সকাল গড়িয়ে ঠিক বারোটায় দুপুরবেলা,
আবারো সেই সন্ধ্যা রাত
তবুও দুজনের গল্পের শেষ নেই!
মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে স্বপ্ন
তার ঠোঁট কাপনিতে ছিল,
জন্মে নিয়েছিল স্বপ্নের ফসল
অথচ তারা জানতো না যে
একদিন তাদের মৃত্যু হবে।।