মায়াবিনী
হঠাৎ করে মনে পড়লো তোমায়"
এই আমি কতবার তোমার প্রেমে পড়েছি"
তোমার মায়াবিনী চোখের নেশায় নিজেকে হারিয়েছি"..!!
তবুও বার বার তোমার প্রেমের
নেশায় ডুবেছি"...!!
আজো জ্যোৎস্না রাতে"
সকালের কাল প্রভাতে"
তোমাকেই খুঁজে ফিরি"
রাস্তার অলিগলি ধরে"
সত্যি ভুল আমারই"
কেনো এই মন বার বার তোমার
প্রেমে পড়ে"
আবার অজান্তে যাও হারিয়ে"
হয়তো সেদিন বুঝবে তুমি"
আসবে আবার ফিরে"
আমি আছি তোমার স্মৃতিগুলো
আজো বুকে নিয়ে'..""
ব্যথা ভরা হৃদয় আজো ভুলতে পারিনি তোমাকে"
এখনো আছো তুমি"
ছোট্ট ভালোবাসার নীড়ে"...!!