মানুষ চিনতে ভুল করো না
মানুষ দেখতে ঠিক
মানুষের মত
মুখোশ পরা
প্রতারক............।।
মুখে এক স্বাদ
পিঠে আরেক বাত
উপর দেখতে সাদা
ভিতর যে তার অনেক কালা,
দেখতে সে মানুষ
রক্তে মাংসে গড়া,
আছে তার বুক পকেটে
বেঈমানের সাম্রাজ্য ভরা............।।