আজকে তোমার খোকা হয়ে গেছে বড়,
দিয়েছে প্রবাসে পাড়ি,
এখানে সব আছে নাইগো মা তুমি,
এই কষ্ট কাকে বলবো আমি।।
রাত হলেই হৃদয় কাঁদে,
মাগো তোমায় খুব মনে পড়ে।।
ভোর সকালে কাজে যাই,
এখানে দেখার মত কেউ নাই।
কান্না ঝড়ে অঝর দৃষ্টিতে,
যখন মাগো রান্না করি বসে।।
এই প্রবাসীর কান্না দ্বারা,
বুঝবে কে মা তুমি ছাড়া,
ভাবনা জুরে মনে পড়ে শুধু
তোমাদের হাসি আর মশকারা।।
এখানেও রাতের আকাশে তারা হয়,
মনটা তবুও তোমারি কথা কয়।।
দিন গুনি কবে ফিরবো বাড়ি,
মন ভরে দেখবো তোমার মুখ খানি।।
মা প্রবাস জীবন
জেলখানার থেকেও কঠিন জীবন,
মনে চাইলেও পারিনা যেতে,
বাস্তবতার শিকল পরেছি যে আমারি পায়ে।।
সেই যে কবে মা ছেড়েছি তোমার কোল,
জীবনটা আজ মরুভূমি
খাচ্ছে যে শুধু দোল।।
তোমায় ছেড়ে প্রবাসে আজ,
জীবন রেখেছি বাজি,
তোমার কথা মনে করে,
কান্নার জোয়ারে আমি ভাসি।।