তুমি ছাড়া পৃথিবীতে কে আছে,
তুমি বিহীন চারিদিকে তাকালে
শূন্য শূন্য লাগে !!
তুমি আছো বলেই (মা)
পৃথিবীটা আজও ভালো লাগে !!
শিশুকালে জ্বালিয়েছি তোমাকে
তবুও মাথা উঁচু করে
বুকে টেনে নিয়েছ আমাকে !!
ঝড়তুফান যতই আসুক
সন্ধ্যা বাতি জ্বালিয়ে
অপেক্ষা করেছো আমার জন্যে !!
এক জনম নয়,হাজার জনম,
তোমাকেই মা বলে ডাকতে চাই,
পেতে চাই বারবার
তোমার আঁচলের নিচে ঠাই !!
মাগো আমার (মা)
পৃথিবীতে সুখ বলে তোমাকেই পাই,
তোমার মুখ দেখলে মাগো
দুঃখ কষ্ট সব ভুলে যাই !!
#____উৎসর্গ__গর্ভধারিণী (মা)