প্রথম দেখায় বলেছিলে ভালোবাসি,
শেষ সূর্য কিরনেও বলেছিলে ভালোবাসি,
মাঝ রাতেও অন্ধকারে বলেছিলে ভালোবাসি,
সূর্য উদয় হওয়ার আগেও বলেছিলে ভালোবাসি।।
আজকে সেই দিন গুলো ভাবলেই,
বাঁধ ভেঙে চোখের জল আসে,
বোবা কান্নায় বুক ভেটে,
হাহাকার করে বলে এ কেমন ভালোবাসা।।
না পাওয়ার বেদনা বেশী,
যন্তনা আমাকে রাতে দেয় না ঘুমাতে,
দিন যায় চলে হাজার ভাবনাতে,
রাতে যে খুব বেশী কাঁদতে হয়
তোমায় মনে চেপে।।
আমার হয়েও আজকে নও তুমি আমার,
এই মিথ্যে স্বপ্ন কেনো কাঁদায় আমায়।।
হারিয়ে গেলে তুমি,
বদলে গেলে তুমি,
তোমারি কারণে আজকে বিষাদ এই মন।।
দুচোখের জল ঝর্নার মত চলছে বয়ে,
থেমে যাওয়ার কোন রাস্তা নেই,
মরেও বেঁচে আছি,
অবহেলা বুকে নিয়ে।।