কারো কারো জন্য অপেক্ষার প্রহর দির্ঘ হয়,
জানি সে আসবে না তবুও এই অপেক্ষা,
চোখের কোনে জমিয়ে রাখা,
অপেক্ষার জল।
কাঁচ ভাঙার মত হৃদয়টাও
টুকরো টুকরো হয়ে রয়,
ভালোবাসা সেতো আজীবন বিষান্নতা।।
তোমার গল্পের কোথাও নেই আমি,
হতে পারিনি কোন শিরোনামেও,
আমি তোমার গল্পে ছিলাম কিনা,
সেটাও এখন বলা কঠিন।।
তবে আমার লেখা এখন বাস্তবতা,
আমার অপ্রকাশিত গল্পের গল্প তুমি,
থাকবে চিরকাল।।
এখন আমার অর্ধেক স্বপ্ন,
আর অর্ধেক বাস্তবতা নিয়েই লেখা।।
আমার কবিতা এখন কষ্টে জ্বরজারিতো,
আমার লেখা গল্প এখন নিখোদ বাস্তবতা।।
যে পথে হাটা দুজন মানুষ,
আজ সেই পথে কোটি কোটি স্মৃতি,
একাই বসতী করে।।
অথচ তোমায় নিয়ে স্বপ্নে হারাবো বলে,
বিলিয়ে দিয়ে ছিলাম অপার করে নিজেকে।।
সেই কোটি কোটি স্মৃতি দিয়েই,
আজ এই গল্প লেখা,
অর্ধেক প্রেমের গল্প,
অর্ধেক বিরহের গল্প।।