বিরুদ্ধতা আর বিরুদ্ধতা
সবখানে বিরুদ্ধিতা
চোখ, কান, মুখ খুলে দ্যাখো
বাংলা এখন সর্বশ্রেষ্ঠ ।।
আর ফুটবেনা এ দেশে ভালোবাসার চারা
হয়ে গেছে সব সর্বহারা।।

রাস্ট্র বুকে নিয়ে যারা করলো
স্বাধীন বাংলা
নেই কোথাও নেই,
সব খানে কুত্তার হামলা।।
এগোচ্ছে দেশ এগোচ্ছে
চোখ, কান, মুখ খুলে দ্যাখো
বাংলা হারাচ্ছে সর্বশেষ।।

যেখানে যাই সেখানে দেখি
নারী পুরুষ মাতামাতি
নেই কোথাও নেই,
জীবন দিয়ে যারা রাখলো বাজি
সোনার বাংলা এখন ধ্বংসের কাছাকাছি।।

কি হবে আর মানচিত্র রেখে
খেয়ে ফেলো দুই দল অর্ধভাগ করে,
দুনিয়া দেখুক নষ্ট হচ্ছে
মরে যাচ্ছে স্বাধীন সোনার বাংলাদেশ।।


বিঃদ্রঃ- কোন দলকে আঘাত দিয়ে এই লেখা এই কবিতা না,
জীবন ভিত্তি, সাধারণ মানুষের একটু চাওয়া পাওয়া থেকে লেখা।।।