আমি যে আর পারিনা,
আমায় যে অশ্রু জুড়িয়ে ধরে দুচোখে,
পারিনি মুছে দিতে তোমার সেই হাসি,
আমার মন থেকে।।
আমি যে আর পারিনা,
পারিনা তোমায় ছেড়ে একা থাকতে,
কষ্টের শিকল পুড়িয়ে,
উড়াল দিলে অন্য আকাশে।।
আমি যে আর পারিনা,
পারিনা ভাবতে নীলাম্বরী
তুমি অন্য কারো হবে।।