কোন একদিন মৃত্যু আমাকে,
তোমার কাছ থেকে দূরে বহুদূরে নিয়ে যাবে!!
কোন একদিন ঐ দিন
তোমার চোখ দিয়ে অশ্রু নদী বয়ে চলবে!!
কোন একদিন ঐ দিন,ভীষণ কাঁদবে তুমি,
খুব মনে পড়বে আমার জ্বালা,
ভোর সকালে চাইবো না আর ফুলের মালা!!
কোন একদিন ঐ দিন,আসবে,
আপন করে ভাববে আমাকে,
কোন একদিন ঐ দিন খুব ভালোবাসবে!!
কোন একদিন ঐ দিন
স্মৃতিগুলো তোমায় তাড়া করবে,
আগরবাতির ঘ্রাণে তুমি ও মাতাল হয়ে যাবে!!
কোন একদিন ঐ দিন,
মৃত্যু আমাকে শান্তিতে ঘুমাতে দিবে!!
কোন একদিন ঐ দিন,
তোমার কোকিল সুর কণ্ঠ ভারী হয়ে যাবে!!
কোন একদিন ঐ দিন,
আমার সমস্ত লেখাগুলো
তোমার নামে উৎসর্গ হবে!!
কোন একদিন ঐ দিন,
তুমি একা রাত জাগবে,আমি ঘুমিয়ে যাবো!!
কোন একদিন ঐ দিন,
তোমাকে কাছে আসার মিনতি করবোনা!!
কোন একদিন ঐ দিন,
তোমার আকাশের সব তারা নিভে যাবে,
তোমার জীবনের যত হাসি খুশি,
আমি আর বারণ করবো না!!
কোন একদিন ঐ দিন,
আর বলবো না আমার মনে বেদনা,
বলবো না এই বুকে ব্যথা,
তুমি ফিরে আসো প্রিয় তমা!!
কোন একদিন ঐ দিন,
নজরে নজর পড়বে না,
তোমায় ছেড়ে চিরতরে চলে যাবো,
তবুও বিশ্বাস রেখো তোমায় ভুলবো না
পর জনমে তোমাকেই চাইবো!!