একটি কবিতা লিখবো বলে
সেই সন্ধ্যা রাত থেকে ভোর সীমা পেরিয়ে,
বসে আছি খাতা কলম হাতে করে টেবিলে
তবুও হলো না লেখা
আমার শেষ একটি কবিতা
তোমায় নিয়ে।।
হলো না সেই আবেগপ্রবণতার
প্রণয়ী কাব্য কথা,
তোমায় নিয়ে লেখা হলো না
ভালোবাসার ক্যানভাস রাঙানো
আমার শেষ একটি কবিতা।।
কতকিছু লেখার ইচ্ছে ছিল
তোমায় সাজাবো
হৃদয় রঙে রাঙাবো,হাসাবো,
ভালোবাসার মুক্তা ঝরাবো
আমার শেষ একটি কবিতায়।।
হলো না, হলো না আমার স্বপ্ন পূরণ
তুমি তো জানো,
আমার লেখা কবিতায় শুধু তোমাকেই সাজাই,
তুমি বিহীন আমার কবিতা শূন্য
আমি যে শুধু তোমাকে নিয়ে লিখতে চাই।।
লিখতে চাই এক বিশাল কবিতা
যা তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে
বই নিয়ে ঘুমিয়ে যাবে,
আমি কান্না ভেজা রাতে
কল্পনা করবো দূরে বসে
তুমি তো আমার বুকে'ই
ঘুমিয়ে আছো আঁড়ি বেঁধে।।
বাতাস এসে ছুঁয়ে দিবে আমাকে,
তোমার নিশ্বাস ভেবে
আমি দু'চোখ বন্ধ করে নেবো,
কিন্তু না, হলো না
আমার সেই কবিতা লেখা
তোমায় নিয়ে।।
এখনো কান পেতে থাকি
শব্দের পদধ্বনি শুনার তীব্রতা নিয়ে,
এলো না আর সেই শব্দ গুচ্ছ,
আর হলো না শেষ একটি কবিতা লেখা
তোমায় নিয়ে।।