তোমাকে যদি কখনো হারাতে হয়
তাহলে আর একটা কবিতা লেখাবো,,
কবিতার নাম টা কি হবে ঠিক জানা নেই আমার,,
তবে তোমাকে উদ্দেশও করেই"
লেখা হবে আমার কবিতাটা,।।
সেই কবিতায় শেষ হবে নীলের যত আশা ভালোবাসা।।
হয়তো নীল আমি মরে গেলেও কোন
আফসোস থাকবেনা,,।।
তবে মনে রেখো আমি আসবো,,
কখনো তারা হয়ে না হয় নীল মেঘ
হয়ে তোমার শরিরটা কে ভেজাতে,,
নইলে আমাকে পাবে সেই
পুরনো নীল ডায়রি তে মায়াবী..??