তোমার হৃদয় শূন্য করে
আমি চলে এসেছি,
এখন তোমার হৃদয়ে হাহাকার,
কোথাও খুঁজে পাবেনা আমাকে।।
এখন তুমি একা
ভীষণ একা তোমার হৃদয় ভূমি,
জোনাকিপোকাও থাকে দূরে
আলো নেই তোমার ঘরে,
এখন তুমি শূন্য
সবচেয়ে বড় শূন্যতা তোমার হৃদয়ে।।
তোমার সমস্ত রাতের ঘুম
আমি কেড়ে এনেছি,
এখন তুমি একা
পারবে না ঘুমাতে রাত্রিবেলা।।
বালিশ চাপা মুখে
পারবেনা শান্ত হতে,
আমি চলে এসেছি, আপন নীড়ে
তোমার স্পর্শ ছেড়ে
কোথাও খুঁজে পাবে না আমাকে।।
ঘুরেফিরে কাঁদবে তুমি
আমার স্মৃতি মনে করে,
খুঁজো না আমায়
কোথাও খুঁজে পাবে না আমাকে।।