কাব্য : পৃথিবী সুন্দর লাগে যদি তুমি থাকো পাশে।
কবিতা : ধুসর জীবন রঙিন হয় তোমার স্পর্শে।
কাব্য :আধার রাতের তারাগুলো আরো আলো ছড়ায় তোমার ছোয়ায়।
কবিতা : তুমি এলেই চাঁদের জোছনা পূর্নতাপায়।
কাব্য :তোমায় দেখলেই দুনিয়া দেখা হয়ে যায়।
কবিতা : তোমার মাঝেই কাব্যের ভাষা কবিতা হয়ে যায়।
কাব্য :কবিতা মানেই তুমি কাব্যের মাঝেই কবিতা।
কবিতা : ঠিক যেমন, আমার মাঝে তুমি তোমার মাঝে আমার ছবি টা।