আমাদের দেখাটা হয়েছিলো,
কোন এক অন্ধকার রাতে
চারিদিকে অন্ধকার,
আর তখন আমার নজর পড়লো,
একটু আগে দেখি চাঁদের মত সুন্দর আলো,
কাছে গিয়ে দেখি,
কি অপূর্ব সরলতা এক মানবী,
চেহারায় জ্যোৎস্না ভরা চারিপাশ।।
কি রুপ তার,
জোনাকিপোকারাও
ছুড়িয়ে দিয়েছে আলো,
তাকে দেখে অবাক হলাম,
এত অন্ধকার রাতে
কোথাও একটু আলো নেই,
তবুও তার চেহারায় এত আলো কেন,
কেনো চারিপাশে জোনাকিপোকা।।
হাসিটা ছিলো ঠিক মোনালিছার মত,
ঠোঁটে ছিলো তার লাল রঙের লেবেষ্টিক।।
কপালে একটি কালো রঙের টিপ,
হাতে কাচের নীল চুড়ি,
পড়নে ছিলো জরজেট শাড়ী,
ঠিক যেন একটা দেবি।।
সেই রাতে আমাদের দুজনের একটা
সম্পর্ক জানাশোনা হলো।।
আমি তো তখনি নিজের অজান্তে,
মনে প্রানে তাকে বাসি ভালো।।